
পেটের সমস্যায় আরাম দেবে লবঙ্গ, যেভাবে খেতে হবে
কালের কণ্ঠ
প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ১৪:৫৭
শরীর একটু অন্যরকম লাগলেই আমরা স্থানীয় ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাওয়া শুরু করে দিই। বেশিরভাগ ক্ষেত্রেই সর্দি, জ্বর, পেটের সমস্যার মতো অসুখে অনেকেই ডাক্তার না দেখিয়ে দোকান থেকে ওষুধ কিনে নিজের মতো করে খেয়ে যান। এর প্রভাব পড়ে শরীরে। কেমন হয়, যদি এই সব সমস্যায় সঙ্গে রাখা যায় এক ঘরোয়া প্রতিকার?
অনেক রোগের ওষুধ লবঙ্গ।
কী সেই রোগ, আর কিভাবে খাবেন লবঙ্গ, চলুন জেনে নিই।
গ্রীষ্মকাল শুরু হতে চলেছে। এ সময়ে প্রায়ই মানুষের পেট সংক্রান্ত সমস্যা হয়। খাবারের সামান্য পরিবর্তনের কারণে মানুষ বমি করতে শুরু করে, বা বমি বমি ভাব হয়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- লবঙ্গ
- পেটের সমস্যা