
সন্তানকে যেভাবে বই পড়ায় আগ্রহী করে তুলবেন
কালের কণ্ঠ
প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ১৪:৫৫
বিশ্বায়নের যুগে সব বয়সের মানুষের কাছে থাকে ট্যাব, মোবাইল, ল্যাপটপ। অত্যাধুনিক যন্ত্রের একটি সুইচে গোটা বিশ্ব হাতের মুঠোয় চলে আসে। যন্ত্রের এই মাহাত্ম্যর কাছে ফিকে হয় যায় রূপকথা, পুরাণের গল্পে ঠাসা বইগুলি। ছোট বাচ্চারা এখন মোবাইল পেলেই খুশি।
পড়াশোনা বাদে অন্য সময় তারা গল্পের বই পড়ে না। ভিডিও গেম, সোশ্যাল মিডিয়ার নানা আকর্ষণীয় গেম পেলে বাচ্চারা আর কিছু চায় না। বর্তমান সময়ে শিশুকে যন্ত্রবিমুখ রাখা বেশ কঠিন। তবে বাবা মায়ের উচিত সন্তানের মনে বইয়ের প্রতি ঝোঁকও বাড়িয়ে তোলা।
- ট্যাগ:
- লাইফ
- সন্তানের যত্নাদি