
কর দিয়ে কেউ দেউলিয়া হয় না : এনবিআর চেয়ারম্যান
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ১৪:৫০
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, কর দিয়ে কেউ দেউলিয়া হয় না। কর দিয়ে দেউলিয়া হয়েছে এমন কথা কখনো শুনি নাই।
মঙ্গলবার (১১ মার্চ) এনবিআরের প্রধান কার্যালয়ে প্রাক-বাজেট আলোচনায় তিনি এমন মন্তব্য করেন।
কর অব্যাহতি নিয়ে এক প্রস্তাবের বিপরীতে এনবিআর চেয়ারম্যান বলেন, নতুন করে কর অব্যাহতির কথা কেউ বলবেন না। আমরা চাই যতটুকু আছে তাও কমিয়ে আনা, ধীরে ধীরে কর অব্যাহতি তুলে দেওয়া। সৈয়দ মুজতবা বলেছেন- বই কিনে দেউলিয়া হয় না। আমি বলব কর দিয়ে দেউলিয়া হয়েছে বলে শুনি নাই। কর তো আয়ের ওপর, ব্যয়ের ওপর নয়। তাহলে দিতে সমস্যা কোথায়।