এখনও ছাপা বাকি ‘১ কোটি ৮ লাখ’ বই

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ১২:২৪

মার্চের দ্বিতীয় সপ্তাহে এসেও সব শিক্ষার্থীর হাতে পাঠ্যবই পৌঁছায়নি; ছাপা ও বিতরণের বাকি কাজ শেষ করতে ‘আরও এক সপ্তাহ’ লাগতে পারে বলে আশা করছে সরকার।


প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, “১ কোটি ৮ লাখ ৫ হাজার বই এখনও ছাপানো সম্ভব হয়নি। সরকার আশা করছে বইগুলো এক সপ্তাহের মধ্যেই ছাপা ও বিতরণ সম্পন্ন করা হবে। সব মিলিয়ে পাঠ্যপুস্তকের বিলম্বটা সেটা হয়ত আর থাকবে না। মার্চের মাঝামাঝিতে সব বই ছাপা ও বিতরণ সম্ভব হবে।”


ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সোমবার এক ব্রিফিংয়ে বই ছাপা ও বিতরণের বিষয়টি নিয়ে কথা বলেন তিনি।


বই বিতরণে বিলম্বের কথা তুলে ধরে আজাদ বলেন, “৩৯ কোটি ৬০ লাখ পাঠ্যবই বিতরণ করার কথা ছিল বিভিন্ন পর্যায়ে। এর মধ্যে ৩৮ কোটি ২৯ লাখ ৬১ হাজার কপি ইতোমধ্যে ছাপা হয়েছে। ছাপা হওয়ার বই মোট বইয়ের ৯৭.২%। এ বইগুলো সিংহভাগই বিতরণ সম্পন্ন হয়েছে।


“আরও ২ কোটি ৩৭ লাখ বই ছাপা হয়েছে, কিন্তু এখনও বিতরণ সম্ভব হয়নি। বইগুলো বিতরণের বিষয়টি প্রক্রিয়াধীন।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও