ডিপসিকের পর এবার আলোচনায় চীনে তৈরি নতুন এআই এজেন্ট

প্রথম আলো প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ০৯:০৩

চীনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি ‘ডিপসিক এআই’ মডেল গত জানুয়ারি মাসে উন্মুক্তের পরপরই বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। এবার চীনে তৈরি নতুন এআই এজেন্ট ‘মানুস’ নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি মনিকা নামের একটি স্টার্টআপ পরীক্ষামূলকভাবে এআই এজেন্টটি উন্মুক্ত করেছে। এআই এজেন্টটি স্বাধীনভাবে চিন্তা ও সিদ্ধান্ত নিতে সক্ষম হওয়ায় এরই মধ্যে প্রযুক্তিবিশ্বে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় যুক্তরাষ্ট্রের আধিপত্যকে হুমকির মুখে ফেলছে চীন।


জানা গেছে, মানুস নামের এআই এজেন্টটি বাস্তব যেকোনো সমস্যার সমাধান করতে সক্ষম। শুধু তা–ই নয়, এআই এজেন্টটি কাজে লাগিয়ে বিভিন্ন কাজ করার পাশাপাশি সহজেই বিভিন্ন প্রতিষ্ঠানের কাজের ধরন অনুযায়ী ওয়েবসাইট তৈরি করা সম্ভব। এরই মধ্যে অনলাইনে এআই এজেন্টটির একাধিক ভিডিও প্রকাশ করা হয়েছে। প্রকাশের পরপরই ভিডিওগুলো প্রযুক্তিপ্রেমীদের কাজে ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও