You have reached your daily news limit

Please log in to continue


৪৪ ফুট নকশিকাঁথায় সেজেছে ধানমন্ডির আড়ং

৪৪ ফুট দৈর্ঘ্যের নকশিকাঁথা দিয়ে সাজানো হয়েছে আড়ংয়ের ধানমন্ডির নতুন বিক্রয়কেন্দ্র। নিচতলা থেকে চতুর্থ তলা পর্যন্ত এক দেয়ালে সাঁটানো আছে এই নকশিকাঁথা। এ নিয়ে ক্রেতা–দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। এটি বাংলাদেশের অন্যতম বড় নকশিকাঁথা বলে অনেকেই বলছেন।

জানা গেছে, ২৫০ জন কারিগর প্রায় ৬ মাস সময় নিয়ে তৈরি করেন ৪৪ ফুট দৈর্ঘ্যের এই নকশিকাঁথা। যা তৈরিতে ব্যবহার করা হয়েছে পুরোনো কাপড়, অব্যবহৃত পুঁতি আর ফেলে দেওয়া অলংকারের টুকরা। বিক্রয়কেন্দ্রটির মূল আকর্ষণ এই নিচতলা থেকে চারতলা পর্যন্ত দেয়ালে লাগানো ‘মহারঙ্গ’ নামের নকশিকাঁথা। সেখানে এই মহারঙ্গের পরিচিত তুলে ধরা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন