
পঙ্গু হাসপাতালের কর্মীদের সঙ্গে জুলাই আহতদের সংঘর্ষ, কর্মবিরতি
কালের কণ্ঠ
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)
প্রকাশিত: ১০ মার্চ ২০২৫, ১৯:১৬
জুলাই আন্দোলনে আহত হয়ে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) কর্মচারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর ফলে বন্ধ হয়ে গেছে পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসাসেবা।
সোমবার (১০ মার্চ) দুপুরের দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শিক্ষার্থী, আনসার, কর্মচারীসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
এদিকে জরুরি বিভাগে সেবা বন্ধ থাকায় চিকিৎসা নিতে আসা রোগীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ।
জানা যায়, সংঘর্ষের ঘটনা পর দুপুর ১টা থেকে হাসপাতালে কর্মবিরতি চলছে। এতে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কর্মবিরতির কারণে হাসপাতালের জরুরি বিভাগের কার্যক্রম বিকেল ৫টা পর্যন্ত বন্ধ দেখা গেছে এবং প্রায় ৩০ মিনিট অস্ত্রোপচার বন্ধ ছিল।