
আড়ংয়ের নান্দনিক আউটলেটে ক্রেতাদের ভিড়
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১০ মার্চ ২০২৫, ১২:২৭
রোজা সবে শুরু হয়েছে। রাজধানীর শপিংমল ও ফ্যাশন হাউজগুলোতে বেচাবিক্রিও ঠিকমতো শুরু হয়নি। রোববার (৯ মার্চ) দুপুরে ধানমন্ডিতে নতুন আড়ং আউটলেটে দেখা গেলো উলটো চিত্র। ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেলো শুধু কেনাকাটা নয়, নান্দনিক আউটলেটটি ঘুরে দেখতেই তারা এসেছেন। কয়েকজনকে ভ্লগ করতে দেখা গেছে। ছবি, সেলফি তোলার হিড়িত তো ছিলই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও সয়লাব আউটলেটটির নানান ভিডিওতে।
শুক্রবার ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং ধানমন্ডি ২ নম্বর সড়কে তাদের নতুন ফ্ল্যাগশিপ আউটলেটের উদ্বোধন করেছে। ৬০ হাজার বর্গফুট জায়গাজুড়ে ৮তলা বিশিষ্ট এই স্টোরটিকে আড়ং বিশ্বের সর্ববৃহৎ ক্রাফট স্টোর বলছে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- আউটলেট
- আড়ং