
মেনে নেওয়ার সংস্কৃতি গড়ে উঠেছে ক্রিকেটে!
দেশ রূপান্তর
প্রকাশিত: ১০ মার্চ ২০২৫, ১১:৪৪
এক দেশে শুরু, অন্য দেশে সমাপ্তি, এবং যেখানে শেষ হওয়ার কথা ছিল, তার থেকেও ২,০০০ কিলোমিটার দূরে। দুবাইয়ের মরুর বুকে রবিবার চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরের শিরোপা হাতে তুলল ভারত। নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়ে জয় ছিনিয়ে নেয় তারা। এই জয় শুধুমাত্র আরেকটি ট্রফি নয়, বরং প্রমাণ করে, সাদা বলের ক্রিকেটে ভারতই একচ্ছত্র শাসক।
তবে এই চ্যাম্পিয়নশিপের নির্লিপ্ত অনিবার্যতা যেন বিশ্ব ক্রিকেটের কর্ণধারদের জন্য সতর্কবার্তা হয়ে আসে। শুরু থেকেই যেন পরিষ্কার ছিল— এই ট্রফির ঠিকানা কোথায় হবে। ম্যাচগুলো হয়ে উঠেছিল প্রদর্শনীর মতো, যেখানে বিশ্বের তারকারা এক সুদৃশ্য নীল জার্সিতে মঞ্চে নেমেছিলেন, আর হাজারো দর্শক গলা ফাটিয়েছেন সেই নামগুলোকে পিঠে নিয়ে।
- ট্যাগ:
- খেলা
- সাফ চ্যাম্পিয়নশিপ
- ক্রিকেট ম্যাচ