-67ce63ed6ad4a.jpg)
প্রবীণদের সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াচ্ছে চীন
যুগান্তর
প্রকাশিত: ১০ মার্চ ২০২৫, ১১:২১
চীন প্রবীণ জনগোষ্ঠী ও সামাজিক সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং বিগ ডাটা প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ঘোষণা দিয়েছে। দেশটির জনসংখ্যা ক্রমাগত হ্রাস পাচ্ছে এবং কর্মক্ষম জনগোষ্ঠী সংকুচিত হচ্ছে। জন্মহার কমে যাওয়ায় সরকার ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রযুক্তিনির্ভর কৌশল গ্রহণ করছে। বিশেষ করে প্রবীণ ও প্রতিবন্ধীদের সেবার মানোন্নয়নে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে, যা এই খাতে আরও উন্নত ও দক্ষ সেবা নিশ্চিত করবে।
রোববার চীনের বার্ষিক টু সেশনস রাজনৈতিক সম্মেলনের এক সংবাদ সম্মেলনে নাগরিক বিষয়ক মন্ত্রী লু ঝিইউয়ান বলেন, আমরা সামাজিক সহায়তা, প্রবীণদের সেবা এবং প্রতিবন্ধীদের সহায়তায় বিগ ডাটা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন প্রযুক্তি ও পণ্যের উন্নয়ন এবং প্রয়োগের গতি ত্বরান্বিত করবো।