
ওপেনএআই থেকে সরে দাঁড়াচ্ছে মাইক্রোসফট, কিন্তু কেন?
যুগান্তর
প্রকাশিত: ১০ মার্চ ২০২৫, ১১:১৯
কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় শক্ত অবস্থান তৈরি করতে এবার নিজস্ব এআই মডেল উন্নয়নের পথে হাঁটছে মাইক্রোসফট। এতদিন ওপেনএআইয়ের সহযোগিতায় এআই খাতে বিপুল বিনিয়োগ করলেও, এখন প্রতিষ্ঠানটি নিজস্ব প্রযুক্তি বিকাশের দিকে মনোযোগ দিচ্ছে। তাদের নতুন মডেল ‘এমএআই’ ইতোমধ্যে পরীক্ষার পর্যায়ে রয়েছে, যা ওপেনএআইয়ের জিপিটি-৪ মডেলের বিকল্প হতে পারে।
ওপেনএআইয়ের ওপর নির্ভরতা কমানোর চেষ্টা
২০২৩ সালে মাইক্রোসফট যখন তাদের ৩৬৫ কোপাইলট উন্মোচন করে, তখন এটি ওপেনএআইয়ের জিপিটি-৪ মডেলের ওপর নির্ভরশীল ছিল। তবে এআই প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যয় এবং নিয়ন্ত্রণের প্রশ্নে মাইক্রোসফট এখন বিকল্প পথ খুঁজছে। সূত্র জানায়, প্রতিষ্ঠানটি কোপাইলটে ওপেনএআইয়ের পরিবর্তে তাদের নিজস্ব মডেল যুক্ত করার পরিকল্পনা করছে, যা ব্যয় কমাতে সহায়ক হবে।