You have reached your daily news limit

Please log in to continue


খোঁচার জবাব দিলেন ওয়াকার

‘৯০ দশকের ক্রিকেটাররা পরবর্তী প্রজন্মের জন্য অনুকরণীয় কিছু রেখে যাননি বলে মন্তব্য করেছিলেন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে হাফিজের ওই মন্তব্যের জবাব দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুস।

সামাজিক মাধ্যমে এক্স-এ একটি পুরোনো ছবি শেয়ার করেছেন ওয়াকার, যেখানে তিনি ও ওয়াসিম আকরাম একসঙ্গে রয়েছেন। ছবির ক্যাপশনে তিনি বড় অক্ষরে লেখেন, ‘90’s KA LONDA’।  এরপর পোস্টে ওয়াসিম এবং তার পারফরম্যান্সের পরিসংখ্যান তুলে ধরেন তিনি।

পোস্টে সরাসরি হাফিজের কথা উল্লেখ না করলেও ক্যাপশনে এটা পরিষ্কার যে, হাফিজের খোঁচার জবাব দিতেই নিজেদের পারফরম্যান্সের ফিরিস্তি তুলে ধরেছেন ওয়াকার।

এর আগে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আগেভাগে বিদায় নেওয়ার কারণ বিশ্লেষণ করতে গিয়ে হাফিজ বলেছিলেন, ‘আমি নব্বইয়ের দশকে খেলা কিংবদন্তিদের বিশাল ভক্ত, কিন্তু যখন বিষয়টি ঐতিহ্যের প্রসঙ্গে আসে, তারা পাকিস্তানের জন্য কিছু রেখে যাননি। তারা কোনো আইসিসি শিরোপা জিততে পারেননি – ১৯৯৬, ১৯৯৯ এবং ২০০৩ বিশ্বকাপ তারা হেরেছে। আমরা মাত্র একবার ফাইনালে পৌঁছেছিলাম (১৯৯৯) এবং সেটিও বাজেভাবে হেরেছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন