
বিচারহীনতার কারণে ধর্ষণের অপরাধ বাড়ছে: শিবির সেক্রেটারি
কেবল বিচার ব্যবস্থা পরিবর্তনই নয়, দেশে চলা অপসংস্কৃতিও বন্ধ করতে হবে, শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ঢেলে সাজাতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
রোববার (৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধন’ সমাবেশে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম সাদ্দাম বলেন, স্বাধীনতার ৫০ বছরে এসেও ধর্ষকদের বিচার চাইতে সমাবেশ করতে হয়। আছিয়া ঘরের লোকের দ্বারাই ধর্ষিত হয়েছে, তাকে নিরাপদ অবস্থান সমাজ দিতে পারেনি। ২০১৬ সাল থেকে ২০ পর্যন্ত ২৬ হাজারের বেশি ধর্ষণের মামলা রেকর্ড হয়েছে। আর ২০ সাল থেকে ২৪ পর্যন্ত ৬ হাজারের বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা অধিকাংশ ধর্ষণের কোনো বিচার পাইনি। নারী ও শিশু নির্যাতনের যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, তাতে এ পর্যন্ত প্রায় ৩০ থেকে ৩২ হাজার মামলা দায়ের করা হয়েছে। কিন্তু দীর্ঘসূত্রিতার কারণে মাত্র ৫ শতাংশ মামলার বিচারকাজ হতে দেখা গেছে। বিচারহীনতার কারণে বহু ধর্ষক সমাজেই বসবাস করছে এবং আরও ধর্ষণের ঘটনা ঘটাচ্ছে।