You have reached your daily news limit

Please log in to continue


বিখ্যাত ব্র্যান্ডের এক পায়ের জিনস, দাম মাত্র ৫৩ হাজার টাকা!

ফ্যাশন জগৎ সব সময়ই নতুনত্বের খোঁজে থাকে। কখনো ক্ল্যাসিক, কখনো আবার উদ্ভট—ফ্যাশনের এই বিবর্তন যেন থামেই না কখনো। তবে মাঝে মাঝে এমন কিছু ট্রেন্ড সামনে আসে, যা দেখে চোখ কপালে ওঠে যায়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে এক পায়ের জিনস। হ্যাঁ, ঠিক শুনেছেন—এক পায়ের জিনস!

এই জিনসটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফরাসি বিলাসপণ্য প্রস্তুতকারী ব্র্যান্ড কোপার্নি। এই উদ্ভট ডিজাইনের জিনসের দাম মার্কিন ডলারে মাত্র ৪৪০, তবে বাংলাদেশি টাকায় এর দাম দাঁড়ায় মাত্র ৫৩ হাজার ৪৭৬ টাকা। কিন্তু প্রশ্ন হলো, এই ট্রেন্ড কি আদৌ মূলধারায় জায়গা করে নিতে পারবে, নাকি এটি কেবলই এক বিতর্কিত ফ্যাশন স্টান্ট?

কোপার্নির এই এক পায়ের জিনসের ডিজাইনটি বেশ অস্বাভাবিক। হাই ওয়েস্ট (যেসব প্যান্ট কোমর থেকে একটু ওপরে পরতে হয়, এমনকি কখনো কখনো তা নাভি পর্যন্ত উঠে যায়) এই প্যান্টটি একদিকে বিচ শর্টসের মতো দেখতে, অন্যদিকে এক পায়ের বুটকাট সিলুয়েট। ব্র্যান্ডটির মতে, এটি ক্ল্যাসিক ডেনিম স্টাইলকে সম্পূর্ণ নতুন মাত্রায় নিয়ে গেছে। তবে এই র‍্যাডিক্যাল ডিজাইন অনেকের কাছেই হজম করা কঠিন বলে মনে হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন