
গোসলের সময় কতটা চুল পড়া স্বাভাবিক?
নির্দিষ্ট সংখ্যক চুল পড়া খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া। তবে কখনও এটি চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়।
‘চুল পড়া’ শব্দটি মাঝে মাঝেই ভয়ানক মনে হতে পারে, যখন চিরুনি বা গোসলের ঘর মাথার চুল ঝরে ভরে ওঠে।
যদিও একটি নির্দিষ্ট পরিমাণ চুল পড়া একেবারেই স্বাভাবিক এবং প্রত্যাশিত। চুল বৃদ্ধির চক্রে মোট চারটি ধাপ থাকে। যার মধ্যে একটি হল চুল পড়া; অর্থাৎ যে কোনো সময়েই কিছু চুল মাথা থেকে ঝরতে পারে।
“গড়ে প্রতিদিন ১০০ থেকে ১৫০টি চুল ঝরা স্বাভাবিক। এতে ভয়ের কিছু নেই”, রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে মন্তব্য করেন যুক্তরাষ্ট্র ভিত্তিক কেশ-পরিচর্যার প্রতিষ্ঠান বজলিএমডি’র ট্রাইকোলজিস্ট (কেশ ও মাথার ত্বক বিশেষজ্ঞ) গ্রেচেন ফ্রিস।
তবে গোসলের সময়ই কেনো চুল পড়া সবচেয়ে বেশি লক্ষ করা যায়? আর কীভাবে বোঝা যাবে যে চুল সাধারণের চেয়ে বেশি পড়ছে?
গোসলের সময় কেনো চুল পড়ে?
চুল বৃদ্ধির চক্রের একটি স্বাভাবিক অংশ হিসেবে গোসলের সময় চুল পড়া প্রাকৃতিক প্রক্রিয়া। তবে কিছু কারণ রয়েছে যা চুল পড়াকে আরও বাড়িয়ে তুলতে পারে।