You have reached your daily news limit

Please log in to continue


ধর্ষণ থেকে বাঁচতে মেয়েদের ‘কারাতে’ শিখতে বলছেন রুবেল

দেশে সম্প্রতি সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। ফলে বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, ধর্ষণের মতো ঘটনা ঘটছে।

বিশেষ করে গত কয়েকদিনে একাধিক স্থানে নারী ও শিশুর ধর্ষণের খবর মিলেছে। বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। 

দেশের চলমান এ পরিস্থিতিতে নিজেদের রক্ষার্থে মেয়েদের কারাতে শেখার আহ্বান জানিয়েছেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রুবেল বলেন, ‘আমি সবসময় বলে এসেছি কারাতে মেয়েদের জন্য খবুই দরকার। এর কোনো বিকল্প নেই। বহু বছর আগে ময়মনসিংহে রূপাকে যখন ড্রাইভারেরা ধর্ষণ করেছিল তখনই বলেছিলাম আমাদের কারাতে শেখা উচিত।’ 

শিক্ষা প্রতিষ্ঠানে কারাতে শিক্ষা দেওয়া উচিত উল্লেখ করে এ নায়ক বলেন, ‘স্কুল-কলেজে কারাতে শিক্ষায় শিক্ষিত হওয়া উচিত। আমি মনে করি ছেলেদের আগে নারীদের এই শিক্ষায় শিক্ষিত হওয়ায় বেশি জরুরি।’

কেন কারাতে শেখা প্রয়োজন, সেটা উল্লেখ করে এই নায়ক বলেন- ‘একজন নারী যখন বাইরে যায় তখন আত্মরক্ষার প্রবণতা অনেক কম কাজ করে। সে যখন কারাতে শিক্ষায় শিক্ষিত হবে সে তখন নিজেকে বাঁচানোর পাশাপাশি নিজের পরিবারকেও বাঁচাতে পারবে।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন