You have reached your daily news limit

Please log in to continue


ধর্ষকদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণার দাবি তাসরিফের

দেশে পর পর কয়েকটি স্থানে ধর্ষণের ঘটনা ঘটেছে। তবে মাগুরা জেলায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় সারাদেশের মানুষ হতবাক হয়েছেন। সব শ্রেণি-পেশার মানুষ এ ন্যাক্কারজনক এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছে। এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় বইছে।

শোবিজের তারকারাও ধর্ষণের ঘটনায় প্রতিবাদ জানাচ্ছেন। যথাযথ বিচারের দাবি করছেন। তরুণ প্রজন্মের গায়ক তাসরিফ খানও তার ফেসবুকে এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে ধর্ষকদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণার দাবি জানিয়েছেন গায়ক। তিনি লিখেছেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ, প্রকৃত ধর্ষকের ছবি আপনারা ভেরিফায়েড পেজ অথবা ওয়েবসাইট থেকে আপলোড করে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করুন। বাকিটা আমরা দেখতেছি!’

তাসরিফ এ স্ট্যাটাসের সঙ্গে তার অনুরাগীরা সহমত প্রকাশ করেছেন। মো. ইয়াসিন নামের একজন মন্তব্য করে লিখেছেন, ‘ভাই পুরস্কার দেওয়া লাগবে না খালি পিক দিলেই হবে ইনশাআল্লাহ আল্লাহ বাকিটা দেখে নিবো।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন