
ট্রেন্ডিংয়ের শীর্ষে যে ৫ নাটক
বর্তমানে ভিন্ন ঘরানার ৫টি নাটক ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে রয়েছে। ১০ দিন আগে মুক্তি পেয়েছে নিলয় আলমগীর এবং জান্নাতুল সুমাইয়া হিমির নতুন নাটক `রক্তের বাঁধন'। পারিবারিক বন্ধন ও সম্পর্কের গল্প নিয়ে এই নাটক। নাটকটি ৬৪ লাখের বেশি দর্শক দেখেছেন। বর্তমানে নাটকের মধ্যে শীর্ষে রয়েছে এটি। নাটকটি পরিচালনা করেছেন তানভীর আহমেদ।
মন দুয়ারী' নাটকে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। দাদি চরিত্র করে প্রশংসিত হয়েছেন দিলারা জামান। বর্তমানে সর্বাধিক দেখা নাটকের মধ্যে এটি দুই নম্বরে রয়েছে। জাকারিয়া সৌখিন পরিচালিত নাটকটি ইতিমধ্যে ১ কোটি ৮০ লাখ দর্শক দেখেছেন।
নতুন বউকে ঘিরে নাটক ‘লাল টুকটুকে বউ’। সমাজে বৈষম্যসহ বেশ কিছু বিষয় এই গল্পে উঠে এসেছে। জুয়েল হাসানের পরিচালনায় এতে অভিনয় করেছেন আফজাল সুজন, এথেনা অধিকারীসহ অনেকে। এটি ৫০ লাখ দর্শক দেখেছেন।
নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া জুটির একাধিক নাটক ট্রেন্ডিংয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম নেই। তাঁদের আরও একটি নাটক দর্শক দেখছে। নাটকের মধ্যে ট্রেন্ডিংয়ে ৪ নম্বরে রয়েছে তাঁদের অফলাইন ভালোবাসা। নেটে অভ্যস্ত হওয়ার পরে নেট না থাকার গল্পটি দর্শকদের বিনোদন দিয়েছে। নাটকটি পরিচালনা করেছেন সোহেল হাসান।
নারী অপহরণের গল্প নিয়েই নাটক ‘পাঁজর ৩’। সিনেমার মতোই নাটকে মারপিটের দৃশ্য দর্শকদের আলাদা দৃষ্টি কেড়েছে এই নাটকে। নাটকটিতে অভিনয় করেছেন আরশ খান ও সুমনা ইয়াসমিন। এটি পরিচালনা করেছেন আদিফ হাসান। নাটকটি দেখেছেন ৫০ লাখ দর্শক। নাটকের মধ্যে দেখায় শীর্ষ ৫ নম্বরে রয়েছে।