দেশের বিভিন্ন এলাকায় গত শুক্রবার থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ৩৬ সদস্যকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার সদস্যদের মধ্যে অন্যতম সংগঠক সাইফুল ইসলামও রয়েছেন।
বিজ্ঞপ্তিতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, ''আমরা সমাবেশের ফুটেজ বিশ্লেষণ করছি। এরই মধ্যে হিজবুত তাহরীরের অনেক সদস্যকে শনাক্ত করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হবে।"
সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একাধিক মামলা হওয়ার কথাও বিজ্ঞপ্তিতে তুলে ধরে প্রধান উপদেষ্টার কার্যালয়।
এর আগে শুক্রবার জুমার নামাজের সালাম ফেরানোর সঙ্গে সঙ্গেই বায়তুল মোকাররমের উত্তর গেটের সিঁড়ির উপর নামাজে দাঁড়ানো হিযবুতের কর্মীরা স্লোগান দিয়ে দাঁড়িয়ে যায়। তারা হাতে তুলে নেয় সংগঠনের ব্যানার।