
কেন একটা ময়লার ভাগাড় কেনার জন্য মরিয়া হয়েছেন এই ব্যক্তি
জেমস হাওয়েলস। বয়স ৩৯ বছর। তিন সন্তানের জনক। অবাক করা ব্যাপার হলো, একটা ভাগাড় কেনার পরিকল্পনা করেছেন তিনি। তাঁর এই পরিকল্পনায় চিন্তায় পড়ে গেছেন অর্থনীতিবিদ ও বর্জ্য ব্যবস্থাপনাবিদেরা। সত্যিই তো, এত কিছু থাকতে এই লোক কেন ভাগাড় কিনতে চাইছেন?
ঘটনার সূত্রপাত ২০১৩ সালে। ওয়েলসের দক্ষিণ-পশ্চিম তীরের নিউপোর্ট শহরে। জেমস হাওয়েলসের ব্যবসায়িক অংশীদার এক কাণ্ড ঘটিয়ে ফেললেন। ময়লা-আবর্জনার সঙ্গে একটা অতিপ্রয়োজনীয় হার্ডড্রাইভ ফেলে দিলেন ভুল করে। সেই হার্ডড্রাইভ খুঁজে বের করার জন্যই মরিয়া হয়ে উঠেছেন জেমস। শুরু থেকেই ভাগাড় খননের অনুমতি পাওয়ার চেষ্টা করে চলেছেন তিনি। কিন্তু তাতে বাদ সেধেছে কর্তৃপক্ষ। নিউপোর্ট সিটি কাউন্সিলের তরফ থেকে এই ঘাঁটাঘাঁটির অনুমতি মিলছে না। কাউন্সিলটি বলছে, ভাগাড়ের আবর্জনা খনন করতে গেলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে। আদতে একজনের ব্যক্তিগত আগ্রহে এমন একটা কাজের অনুমতি দিতে যে তাঁরা রাজি নন, সেটিও বোঝা যাচ্ছে স্পষ্ট।
- ট্যাগ:
- জটিল
- বিটকয়েন
- ভাইরাল
- ভাইরাল ভিডিও
- ফেসবুক ভাইরাল