বাংলাদেশের অভাবনীয় অর্থনৈতিক অগ্রগতি, শিল্প খাতের সাফল্য এবং বিনিয়োগের অপার সম্ভাবনাকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার লক্ষ্য নিয়ে আগামী ১৭-১৮ এপ্রিল ২০২৫ তারিখে ইউরোপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বেস্ট অব বাংলাদেশ ইন ইউরোপ’-এর দ্বিতীয় সংস্করণ।
বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ (বিএই) এর উদ্যোগে এবং পিডিএস লিমিটেডের সহায়তায় আয়োজিত দুই দিনব্যাপী সম্মেলন ও প্রদর্শনী আমস্টারডামের অন্যতম আইকনিক ভেন্যু বেয়ার্স ভ্যান বারলেজে অনুষ্ঠিত হবে। এই আয়োজনে সহযোগী হিসেবে থাকছে সিটি ব্যাংক পিএলসি, বাংলাদেশ এবং কেডিএস গ্রুপ। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এই সম্মেলন ও প্রদর্শনী আয়োজনে সহযোগিতা করছে।