বাংলাদেশের উন্নয়ন যাত্রায় নারী উদ্যোক্তাদের অবদান প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। কর্মসংস্থান তৈরি এবং বেকারত্ব দূরীকরণে তাদের ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যা দেশের টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য। নারী উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে।
লিঙ্গ বৈষম্য হ্রাস, দারিদ্র্য বিমোচন এবং সামগ্রিক সামাজিক অগ্রগতি অর্জনে তাদের উদ্যোগসমূহ উল্লেখযোগ্য অবদান রাখছে। এরই অংশ হিসেবে দেশীয় নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে রাজধানীর ধানমন্ডিতে চলছে দুই দিনব্যাপী ‘হার ই-ট্রেড’এর নবম আসর। শুক্রবার (৭ মার্চ) ধানমন্ডির অরচার্ড কনভেনশন হলের লেভেল ৪-এ এটি উদ্বোধন করা হয়।