
২০২৬ বিশ্বকাপ আয়োজনে টাস্কফোর্সের নেতৃত্বে ট্রাম্প
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৫, ১২:৩৭
২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায়। এ উপলক্ষে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি যেন সুন্দরভাবে সম্পন্ন করা যায়, সে লক্ষ্যে একটি টাস্কফোর্স গঠন করেছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেই এই টাস্কফোর্সের নেতৃত্ব দেবেন।
এমন এক সময়ে এই টাস্কফোর্স গঠন করলেন ট্রাম্প, যখন বারবার, বারবার শুল্ক আরোপের ঘোষণায় পুরো মহাদেশজুড়ে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর দুই প্রতিবেশী মেক্সিকো এবং কানাডা নিয়ে বেশ কঠোর ট্রাম্প। শুল্ক আরোপ করা নিয়ে এ দুই দেশের সঙ্গেই ট্রাম্পের সম্পর্ক এখন বেশ শীতল।