সুনীল গাভাস্কার কথাটি বলেছিলেন গত মাসের শেষ দিকে। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে ভারতের কাছে পাকিস্তানের হারের পর গাভাস্কার বলেছিলেন, এই পাকিস্তান ভারতের ‘বি’ দলকেও হারাতে পারবে না। গাভাস্কারের সেই কথার জবাব দিয়েছেন পাকিস্তানের টেস্ট দলের সাবেক কোচ জেসন গিলেস্পি। তাঁর কাছে গাভাস্কারের এ কথাকে ফালতু মনে হয়েছে।
দীর্ঘদিন ধরেই পাকিস্তান ক্রিকেটে কোনো সাফল্য নেই। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি জেতার পর দলটি কিছুই জেতেনি। সর্বশেষ ৩টি আইসিসি ইভেন্টে ফিরেছে প্রথম রাউন্ড থেকে। দলটির ধারাবাহিক ব্যর্থতার পর পাকিস্তানের তুমুল সমালোচনা করেন ভারতের এই কিংবদন্তি। তবে গিলেস্পির মত ভিন্ন। গত বছর প্রায় ৬ মাস পাকিস্তানের দলের দায়িত্বে থাকা এই কোচ দেশটিতে প্রতিভা দেখেছেন।