
শিশু সহিংসতা: আলবেনিয়ায় ১ বছরের জন্য নিষিদ্ধ টিকটক
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৫, ১২:২৮
শিশুদের মধ্যে সহিংসতা নিয়ে উদ্বেগের কারণে এক বছরের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের দেশ আলবেনিয়া।
জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্লাটফর্মটি শিশুদের মধ্যে সহিংসতা ও বুলিয়িং উস্কে দিচ্ছে এমন উদ্বেগ প্রকাশ করে বৃহস্পতিবার দেশটির মন্ত্রিসভা অ্যাপটি নিষিদ্ধের পদক্ষেপ নিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
গত নভেম্বরে টিকটকে শুরু হওয়া ঝগড়ার জেরে এক টিনএজার আরেক টিনএজারকে ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনার পরই এমন পদক্ষেপ নিলো আলবেনিয়ার সরকার।