
বৈষম্যই নারীমুক্তির প্রধান অন্তরায়
"এই তার স্বভাব! কী রহস্য ওদের চোখে -মুখে, ওরা চাঁদের মত মায়াবী, তারার মত সুদূর! ছায়াপথের মত রহস্য! শুধু আবছায়া শুধু গোপন”! জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথার মতো নারী স্বভাবসুলভ রহস্যময় হলেও এখন তারা আর আকাশের তারার মতো সুদূর নয়, তারা মায়াবী হলেও অন্ধকার আবছায়া নন। নারী এখন পুরুষের সমকাতারে সমভাবে সমুজ্জ্বল, তারা এখন গোপন নয়, প্রকাশ্য।
নারী দিবস কেবল একটি দিন উদযাপনের বিষয় নয়, এটি নারী অধিকার, সমতা এবং নারীদের প্রতি শ্রদ্ধার প্রতীক। সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীরা যে অবদান রাখছেন, তা স্বীকৃতি দেওয়া এবং তাদের প্রতি বিদ্যমান বৈষম্য দূর করার জন্য এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।