You have reached your daily news limit

Please log in to continue


মারাদোনার মৃত্যুর ৪ বছর পর চিকিৎসায় অবহেলার বিচার শুরু

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার মৃত্যুর চার বছর পর তার চিকিৎসায় অবহেলার অভিযোগে সাতজন স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে আগামী সপ্তাহে বিচার শুরু হতে যাচ্ছে। বুয়েনস আইরেসের শহরতলি সান ইসিদ্রোতে মঙ্গলবার থেকে শুরু হওয়া এই বিচারপ্রক্রিয়া চার মাস ধরে চলবে, যেখানে মারাদোনার পরিবারের সদস্যসহ একশোরও বেশি সাক্ষী সাক্ষ্য দেবেন। অভিযুক্তদের বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে তারা আট থেকে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন।

দিয়েগো আর্মান্দো মারাদোনা ২০২০ সালের ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি দীর্ঘদিন মাদক এবং অ্যালকোহলের আসক্তির সঙ্গে লড়াই করে আসছিলেন। তার মৃত্যু ঘটে ব্রেইন সার্জারির পর, যখন তিনি সুস্থ হয়ে উঠছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার দুই সপ্তাহ পর, বুয়েনস আইরেসের এক বিলাসবহুল ভাড়া বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

রাতের নার্স জানান, তিনি কিছু ‘বিপদের লক্ষণ’ দেখেছিলেন, তবে তাকে নির্দেশ দেওয়া হয়েছিল যেন তিনি মারাদোনাকে না জাগান। মারাদোনার মৃত্যুর ঘটনায় আর্জেন্টিনায় গভীর শোক নেমে আসে। রাষ্ট্রপতির প্রাসাদে তার মরদেহ শায়িত রাখা হলে, হাজার হাজার মানুষ শেষ শ্রদ্ধা জানাতে দীর্ঘ লাইনে দাঁড়ায়।

এই মামলার আসামিরা হলেন নিউরোসার্জন লিওপোল্ডো লুক, মনোরোগ বিশেষজ্ঞ অগুস্তিনা কোসাচোভ, মনোবিজ্ঞানী কার্লোস দিয়াজ, মেডিকেল কো-অর্ডিনেটর ন্যান্সি ফরলিনি, নার্সিং কো-অর্ডিনেটর মারিয়ানো পেরোনি, ডাক্তার পেদ্রো পাবলো দি স্পাগনা এবং নার্স রিকার্ডো আলমিরো। অন্য এক নার্স, গিসেলা দাহিয়ানা মাদ্রিদ, আলাদাভাবে বিচারপ্রক্রিয়ার জন্য আবেদন করেছেন এবং তার বিচার জুলাইয়ে শুরু হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন