রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন পেছানোর ভয় কেন প্রশ্ন রেখেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
তিনি বলেন, আমরা জানি না, আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে নির্বাচন কেন্দ্রিক একটা শব্দ আছে। কেনো তারা শুধু নির্বাচন পেছানোর ভয়টা করে। কেনো শুধুমাত্র আমাদের মাথায় একটা নির্বাচন হবে, আমরা দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতায় যাবো।
এই চিন্তাটা কেনো কাজ করে। বরং আমি মনে করি আমাদের প্রত্যেক রাজনৈতিক দল যা রয়েছে তাদেরও অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চাপ দেওয়া উচিত। কারণ জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের কাছে তো আমাদের ভোট চাইতে যেতে হবে।
শুক্রবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন সারজিস আলম।