‘নিয়ম মেনে’ বসুন্ধরার ঋণ পুনঃতফসিলে রাজি গভর্নর

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৭ মার্চ ২০২৫, ১৯:৫৯

গভর্নর আহসান এইচ মনসুর ‘যথাযথ নিয়ম মানলে’ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপকে ঋণ পুনঃতফসিল সুবিধা দিতে ‘রাজি হয়েছেন’ বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।


তিনি বলেছেন, বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। সেখানে তাদের মধ্যে ঋণ পুনঃতফসিল নিয়ে আলোচনা হয়।


বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী ও কবির আহমেদও ছিলেন। আহমেদ আকবর সোবহানের সঙ্গে ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আহমেদ জামাল।


আরিফ হোসেন শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনি (আহমেদ আকবর সোবহান) এসে গভর্নরকে বলেছেন, তারা কোনো ব্যাংকে খেলাপি হননি।


“টাকা পাচার হওয়ার বিষয়ে সিআইডির খবর তাদের দেশ-বিদেশে সমস্যায় ফেলে দেয় বলে তিনি গভর্নরকে জানান। এতে ব্যাংকগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায় বলেও তিনি তুলে ধরেন।”


আরিফ হোসেন বলেন, “গভর্নর তাকে বলেন, এই খবরের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কোনো সম্পর্ক নেই। তিনি (আহমেদ আকবর সোবহান) পুনঃতফসিল করতে চাইলে করবেন। তবে এটা করতে হলে কিছু টাকা বা ডাউন পেমেন্ট দেওয়া লাগবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও