
কর্মজীবী নারীদের জন্য সবচেয়ে ভালো দেশ কোনগুলো
প্রত্যেক বছর নারী দিবসের আগে কর্মজীবী নারীদের জন্য ভালো দেশের সূচক প্রকাশ করে দ্য ইকোনমিস্ট। এতে ওইসিডিভুক্ত ২৯টি দেশে নারীদের কাজের পরিবেশের তুলনা করা হয়ে থাকে। শ্রমশক্তির অংশগ্রহণ, বেতন, প্যারেন্টাল ছুটি ও রাজনৈতিক প্রতিনিধিত্বসহ মোট দশটি বিষয়কে গুরুত্ব দিয়ে এই সূচক তৈরি করা হয়।
সবশেষ পরিসংখ্যানে এক্ষেত্রে প্রথম স্থানে উঠে এসেছে সুইডেন। এর আগে টানা দুই বছর প্রথম ছিল আইসল্যান্ড। সূচকে সব সময়ই নর্ডিক দেশটি ভালো অবস্থানে থাকে। ওসিডিভুক্ত দেশগুলোর মধ্যে সবচেয়ে নিচের দিকে থাকে দক্ষিণ কোরিয়া। তবে এবার দেশটির এক ধাপ উন্নতি হয়েছে। কারণ এ বছর একদম নিচে অবস্থান হয়েছে তুরস্কের। সূচকে সবচেয়ে বেশি উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের। আট ধাপ উন্নতি হয়ে নিউজিল্যান্ডের অবস্থান পঞ্চম।
ওইসিডিভুক্ত দেশগুলোতে শিক্ষায় নারীরা অনেক এগিয়ে রয়েছে। গত বছর অর্থাৎ ২০২৪ সালে দেশগুলোতে দেখা গেছে, ৪৫ শতাংশ নারী বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী। যা পুরুষের ৩৬ দমশকি ৯ শতাংশ থেকে অনেক বেশি।
তবে শিক্ষায় ভালো অবস্থান থাকলেও দেশগুলোতে শ্রম শক্তিতে নারীদের অংশগ্রহণ পুরুষের তুলনায় কম। সবশেষ প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, কর্মের জন্য যোগ্য এমন নারীদের মধ্যে ৬৬ শতাংশের কর্মসংস্থান রয়েছে, যা পুরুষের ক্ষেত্রে ৮১ শতাংশ। তবে দেশ অনুযায়ী এক্ষেত্রে চিত্র ভিন্ন। যেমন আইসল্যান্ড ও সুইডেনে ৮০ শতাংশ নারী কর্মজীবী। তবে ইতালিতে এই হার ৫৮ শতাংশ।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সূচক
- কর্মজীবী নারী