
ধেয়ে আসছে ‘আলফ্রেড’, হাজারো বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ
শক্তিশালী ঘূর্ণিঝড় আলফ্রেড অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে। এ কারণে দেশটির সরকার উপকূলের হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।
ঝড়টি শনিবার ব্রিসবেনের উত্তরে আঘাত হানতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া ব্যুরো।
আলফ্রেডের ধীর গতির কারণে দীর্ঘ সময় ধরে ভারি বৃষ্টি, শক্তিশালী বাতাস, বিশাল ঢেউ এবং বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যেই বেশকিছু উপকূলীয় এলাকা প্লাবিত হয়েছে এবং কয়েকটি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।
আশ্রয়কেন্দ্র ও জরুরি সতর্কতা
কুইন্সল্যান্ডের প্রধানমন্ত্রী ডেভিড ক্রিসাফুলি বলেছেন, আশ্রয়কেন্দ্রগুলো শেষ আশ্রয়স্থল হিসেবে রাখা হয়েছে। ঝড়ের গতিপথের মধ্যে থাকা সবাইকে নিজ নিজ নিরাপত্তা পরিকল্পনা প্রস্তুত রাখার পরামর্শ দিচ্ছি।