You have reached your daily news limit

Please log in to continue


১৩ মার্চের মধ্যে দলের মতামত চায় ঐকমত্য কমিশন, এরপর সংলাপ

রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সংস্কার কমিশনগুলোর সুপারিশের বিষয়ে মতামত পাওয়ার পরই আলোচনা শুরু করবে জাতীয় ঐকমত্য কমিশন।

এজন্য ১৩ মার্চের মধ্যে দলগুলোকে সুনির্দিষ্ট মতামত পাঠাতে চিঠি দিয়ে অনুরোধ করেছেন কমিশনের সহসভাপতি আলী রীয়াজ।

এতে বলা হয়েছে, দলগুলোর মতামত পাওয়ার পর আলোচনা সূচনা করা হবে।

বিএনপি, জামায়াতসহ সংশ্লিষ্টদলগুলোর কাছে চিঠি পৌঁছেছে বলে সংবাদমাধ্যমে তথ্য এসেছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বৃহস্পতিবার কমিশনের চিঠিসহ সংশ্লিষ্ট কাগজপত্র পাওয়ার তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দিয়েছেন।

তিনি বলেন, “আমার কাছে চিঠি এসেছে। প্রতিটি সংস্কার কমিশনের সুনির্দিষ্ট সুপারিশে এমসিকিউ প্রশ্নপত্রের মত টিক চিহ্ন দেওয়ার বিষয় রয়েছে। সার্বিক বিষয়ে আমরা দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেব।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন