এআই হতে হবে স্বচ্ছ ও পক্ষপাতমুক্ত

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৭ মার্চ ২০২৫, ১২:১২

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র প্রসার যেমন কাজকে সহজ করে তুলছে, তেমনি এটি একাধিক চ্যালেঞ্জও তৈরি করছে। প্যারিসে অনুষ্ঠিত এআই অ্যাকশন সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এআই-এর স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি জোর দিয়ে বলেন, আমাদের এমন ওপেন সোর্স সিস্টেম তৈরি করতে হবে, যা বিশ্বাস ও স্বচ্ছতাকে বাড়াবে। আমাদের কোয়ালিটি ডেটা সেন্টার তৈরি করতে হবে, যা পক্ষপাত-মুক্ত হবে।


প্রধানমন্ত্রীর মন্তব্য বর্তমান এআই ব্যবস্থার সম্ভাব্য বিপদগুলোর দিকেও ইঙ্গিত দেয়। তিনি উল্লেখ করেন, এআই কেবল কাজ সহজ করেই থেমে থাকবে না, বরং ভবিষ্যতে সব কাজ একাই করতে পারবে। ফলে মানুষের সৃজনশীলতা ও কর্মসংস্থান হুমকির মুখে পড়তে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও