
আল্লাহপাকের সন্তুষ্টি অর্জনে রোজার গুরুত্ব
মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা পবিত্র মাহে রমজানের রহমতের দশকের প্রথম শুক্রবারের রোজা রাখার সৌভাগ্য লাভ করেছি, আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজান সিয়াম সাধনার মাস, আল্লাহ রাব্বুল আলামিনকে একান্ত করে পাওয়ার মাস এবং সকল পাপ ক্ষমার মাস।
এ মাসের ফজিলত সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘রমজান মাসের শুভাগমন উপলক্ষ্যে জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়’ (বুখারি ও মুসলিম)।