
সিরিয়ায় ফের আসাদপন্থীদের অতর্কিত হামলায় ১৫ নিরাপত্তাকর্মী নিহত
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৫, ১১:৪৬
সিরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন অন্তত ১৫ জন নিরাপত্তাকর্মী। গতকাল বৃহস্পতিবার লাতাকিয়ার উপকূলীয় এলাকায় এ ঘটনা ঘটে।
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, লাতাকিয়ার জাবলে শহরের কাছে নিরাপত্তাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় সশস্ত্র একদল মানুষ। দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। শহরটি ক্ষমতাচ্যুত আসাদ সরকারের মদদপুষ্ট আলভি মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের ‘ডেরা’ হিসেবে পরিচিত। প্রশাসনের অভিযোগের তির তাদের দিকেই। বলা হচ্ছে, এ হামলার জন্য দায়ী আলভি গোষ্ঠীই।