
মূল্যস্ফীতি নেমেছে এক অঙ্কে
দেশের মূল্যস্ফীতি কিছুটা কমেছে। জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি ০.৬২ শতাংশ কমেছে। খাদ্য খাতে মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে জানুয়ারির ১০ দশমিক ৭২ শতাংশের চেয়ে ১ দশমিক ৪৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ২৪ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত খাতে এটি জানুয়ারির তুলনায় ০.০৮ শতাংশ বেড়েছে। সব মিলিয়ে দেশে এখন সাধারণ মূল্যস্ফীতি এবং খাদ্যদ্রব্যের মূল্যস্ফীতি দুই অঙ্কের নিচে নেমে এসেছে, যা অনেকটা চৈত্রের প্রখর রোদে স্বস্তির বৃষ্টি পড়ার মতো।
সবচেয়ে উল্লেখযোগ্য হলো, শহরের তুলনায় গ্রামে মূল্যস্ফীতি বেশি কমেছে। বিশেষ করে ডিম, আলু, পেঁয়াজ ও শাকসবজির দাম কমায় এ কমতি এসেছে। তবে এই স্বস্তির খবরটি এখনো সবার জন্য পুরোপুরি সুখবর হয়ে ওঠেনি। কারণ আরও কিছু পণ্য, বিশেষত চাল, ডাল, তেল এবং অন্যান্য দৈনন্দিন ব্যবহার্য পণ্যের মূল্য এখনো ঊর্ধ্বমুখী। এগুলোর দাম যদি আরও কমে, তাহলে মূল্যস্ফীতি আরও স্বস্তিদায়ক পর্যায়ে নেমে আসবে।