
নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য অবসানে আমাদের যা করতে হবে
বাংলাদেশসহ সারা বিশ্বেই নারীরা আজও নানা ধরনের সামাজিক, অর্থনৈতিক ও শারীরিক সহিংসতার শিকার হচ্ছেন। সমাজে একদিকে উন্নয়ন ও পরিবর্তন ঘটলেও নারীর প্রতি সহিংসতা, বৈষম্য ও শোষণ অব্যাহত রয়েছে। কর্মক্ষেত্র, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপরিসরে নারীরা প্রায়ই বৈষম্য ও নির্যাতনের সম্মুখীন হন। বিশেষ করে নারীর প্রতি সহিংসতা, যৌন হয়রানি, বাল্যবিবাহ এবং পারিবারিক নির্যাতন আজও আমাদের সমাজে গভীরভাবে প্রোথিত।
সমাজের একটি বড় অংশ নারীকে দুর্বল হিসেবে দেখে এবং তাঁর অধিকার ও মর্যাদাকে যথাযথভাবে মূল্যায়ন করে না। এই সমস্যা শুধু শহরেই নয়, গ্রামীণ এলাকাতেও বিদ্যমান, যেখানে নারীরা অনেক সময় মৌলিক অধিকার থেকে বঞ্চিত হন।
২০২৫ সালের নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন।’ স্লোগানটি সমাজে নারী অধিকার প্রতিষ্ঠা এবং নারীদের প্রতি ন্যায় ও সমতার ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তাকে প্রতিফলিত করে।
- ট্যাগ:
- মতামত
- নারীর প্রতি সহিংসতা