কম দামে যে তিন মার্কেটে মিলবে ফ্যাশনেবল ঈদপোশাক

প্রথম আলো প্রকাশিত: ০৭ মার্চ ২০২৫, ১০:১৯

মেট্রোরেলে মিরপুর ১১ স্টেশনে নেমে একটু সামনে এগিয়ে হাতের বাঁয়ে হাঁটলেই নান্নু মার্কেট। ছেলেদের পোশাকের জন্য বেশ জনপ্রিয় এই মার্কেট। মিরপুর তো বটেই, মিরপুরের বাইরে থেকেও বাজেটে মধ্যে বাজার করতে এখানে আসেন ক্রেতারা।


নান্নু মার্কেটে পাঁচ বছর ধরে ব্যবসা করছেন আলবীর হোসেন। জানালেন, ‘মেট্রোরেল চালু হওয়ার পর এখানকার মার্কেটগুলো বেশ জমে উঠেছে। জ্যাম পেরিয়ে ভিড় ঠেলে নিউমার্কেটে বাজার করার চেয়ে লোকজন নান্নু মার্কেটসহ আশপাশের মার্কেটগুলোয় কেনাকাটার কাজটা সেরে নিচ্ছেন।’ মার্কেট ঘুরে তাঁর কথার সত্যতা মিলল। সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত ঈদের কেনাকাটায় বেশ জমজমাট এই এলাকা। অন্যান্য যেকোনো মার্কেটের চেয়ে অনেক কম দামে এখানে পোশাক কেনার সুযোগ মেলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও