স্বাভাবিকের চেয়ে তিনগুণ বড় মুরগির ডিম

যুগান্তর লালপুর প্রকাশিত: ০৬ মার্চ ২০২৫, ২২:৩১

সাধারণত মুরগির ডিমের ওজন ৫০-৬০ গ্রাম। বুধবার এর চেয়ে তিনগুণ বেশী ১৮০ গ্রাম ওজনের ডিমের ‍দেখা মিলেছে নাটোরের লালপুর উপজেলার ভাটাপাড়ার গোলাম কিবরিয়ার মুরগীর খামারে। 


বড় আকৃতির ডিমটি দেখতে তার বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা। খামারি কিবরিয়া জানান, গত ৫ মাসে আগে নিজ বাড়িতে লেয়ার মুরগির খামার করেছেন তিনি।  একমাস ধরে মুরগিগুলো নিয়মিত ডিম দিচ্ছে। প্রতিদিনের মতো বুধবার তার মা খামারে ডিম সংগ্রহ করতে যান। খামারের একটি খাঁচায় বড় ডিমটি দেখে প্রথমে ভয় পেয়ে যান তিনি। পরে বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানালে কিবরিয়া এসে খাঁচা থেকে ডিমটি সংগ্রহ করেন। 


কিবরিয়া ডিজিটাল স্কেলে পরিমাপ করে দেখেন ডিমটির ওজন ১৮০ গ্রাম। 


প্রতিবেশী হারুনুর রশিদ ও সাবিনা ইয়াসমিনসহ কয়েকজন জানান, মুরগির এতোবড় ডিম দেখে তারা বিস্মিত। ডিমটি অন্য ডিমের মতো মসৃণ নয়, দেখতেও অস্বাভাবিক এবং সাধারণ ডিমের তুলনায় ৩ গুণ বড়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও