ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯০ শতাংশের বেশি ফেল

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৬ মার্চ ২০২৫, ২২:২৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় মোট পাস করেছেন ১১ হাজার ৩১০ জন শিক্ষার্থী। পাসের হার ৯ দশমিক ৮৫ শতাংশ। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ৯০ দশমিক ১৫ শতাংশই ফেল করেছেন। আগামী ২৪ মার্চ থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে।


বৃহস্পতিবার (৬ মার্চ) রাত সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় বিভিন্ন ইউনিট অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৪৯৯ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ লাখ ১৪ হাজার ৯০৪ জন শিক্ষার্থী। ফলাফল বাতিল করা হয়েছে ১০৮ শিক্ষার্থীর।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পরীক্ষায় মোট পাস করেছেন ১১ হাজার ৩১০ জন। এর মধ্যে মানবিক বিভাগের ৫ হাজার ৭১৪ জন, বিজ্ঞানে ৪ হাজার ৮৫৭ জন এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ৭৩৯ জন। গড় পাসের হার ৯ দশমিক ৮৫ শতাংশ।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও