
হাসপাতালে ভর্তি আরেফিন সিদ্দিক, অবস্থা ‘আশঙ্কাজনক’
ঢাকা ক্লাবে হঠাৎ পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রথমে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। বর্তমানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
আ আ ম স আরেফিন সিদ্দিকের পরিবার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, তার অবস্থা ‘আশঙ্কাজনক’।
আরেফিন সিদ্দিকের বর্তমান অবস্থা বিষয়ে তার ছোট ভাই জানান, হাসপাতালে প্রথমে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। কিছুক্ষণ আগে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে।
কী হয়েছিল বা আগে থেকে কোনো অসুস্থতা ছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, উনি সুস্থ ছিলেন। বুথে গিয়ে দুপুর সোয়া ২টার দিকে টাকা তুলেছেন। এরপর তিনি ঢাকা ক্লাবে যান এবং সেখানে দাঁড়িয়ে কথা বলার মধ্যেই পড়ে যান। আমরা সবার কাছে তার জন্য দোয়া চাই।