You have reached your daily news limit

Please log in to continue


জুলাই বিপ্লবে নির্দিষ্ট গ্রুপ ছাড়া সব ছাত্র বঞ্চিত হয়েছে

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন নাই। মনে রাখতে হবে তাদের সঙ্গে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা, কলেজ এমনকি ইংলিশ মিডিয়াম পড়ুয়া ছাত্রদের ভূমিকাও ছিল অবিস্মরণীয়। উল্লেখযোগ্য সংখ্যক নারীদের উপস্থিতিও ছিল আন্দোলনে। অথচ জুলাই বিপ্লবে ছাত্রদের ওই নির্দিষ্ট গ্রুপ ছাড়া সব ছাত্র বঞ্চিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) শিশুকল্যাণ পরিষদ হলরুমে জাগপা ছাত্রলীগ আয়োজিত বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতাদের সম্মানে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, জুলাই-আগস্টে বিপ্লব হয়েছে, কিন্তু বিপ্লবী সরকার হয় নাই। সমস্যার সূত্রপাত সেখানে। এখন কে সরকার আর কে নতুন রাজনৈতিক দল তাই মাঝে মাঝে বুঝতে সমস্যা হয়। রাজনৈতিক দলের ছাত্র সংগঠনকে আপনারা সম্ভবত প্রতিপক্ষ মনে করে জুলাই বিপ্লবের অংশীজন বানাতে পারেননি। কিন্তু সাধারণ ছাত্র-ছাত্রীরা কী অপরাধ করেছে? আপনারা ক্ষমতার কাতারে, জনতার কাতারে, সম্মানের কাতারে, প্রদর্শনীর কাতারে। কোথাও আপনাদের নির্দিষ্ট গ্রুপ ব্যতীত অন্য ছাত্রদের স্থান দিতে পারলেন না? এই দৃষ্টান্ত অত্যন্ত দুঃখজনক এবং বৈষম্যমূলক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন