
দুই সপ্তাহ পেরোতেই উ. কোরিয়ায় আবারও নিষিদ্ধ বিদেশি পর্যটকেরা
পর্যটকদের জন্য সীমান্ত খুলে দেওয়ার দুই সপ্তাহ পেরোতেই আবারও তা বন্ধ করে দিল উত্তর কোরিয়া। এর আগে দীর্ঘ পাঁচ বছর পর গত ২০ ফেব্রুয়ারি দেশটিতে পশ্চিমা পর্যটকেরা প্রবেশের অনুমতি পেয়েছিলেন।
বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, ২০২০ সালের শুরুর দিকে করোনা মহামারির সময় সীমান্ত বন্ধ করে উত্তর কোরিয়া নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেছিল। ২০২৪ সালে দেশটি শুধুমাত্র রুশ পর্যটকদের জন্য সীমান্ত উন্মুক্ত করেছিল। আর গত মাসে পশ্চিমা পর্যটকেরাও দেশটির পূর্বাঞ্চলীয় শহর রাসোনে প্রবেশের অনুমতি পেয়েছিল।
এবার বেশ কয়েকটি পর্যটন সংস্থা জানিয়েছে, উত্তর কোরিয়ায় সফরের পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। পিয়ংইয়ং এই আকস্মিক সিদ্ধান্তের কোনো কারণ জানায়নি।
উত্তর কোরিয়ার সফরের আয়োজন করে ‘কেটিজি ট্যুরস’ নামে চীনের একটি পর্যটন সংস্থা। গতকাল বুধবার ফেসবুকে সংস্থাটি লিখেছে, ‘আমাদের কোরিয়ান অংশীদারদের কাছ থেকে খবর পেয়েছি, রাসোন এখন সবার জন্য বন্ধ। আমরা আপনাদের আরও তথ্য জানাব।’
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- পর্যটক নিষিদ্ধ