-67c9a2c0394f6.jpg)
ফিফা র্যাঙ্কিংয়ে অবনতি বাংলাদেশের মেয়েদের
সাফ জয়ের প্রভাবে বছরের শুরুতে ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছিল বাংলাদেশের। তবে সবশেষ উইন্ডোতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হেরে কোচ পিটার বাটলারের দল পিছিয়ে গেল এবার।
ফিফার সবশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ বিশাল এক লাফই দিয়েছিল। সাত ধাপ উন্নতি হয়েছিল দলের। তার কারণ ছিল টানা দ্বিতীয় সাফ জয়। ১৩৯ নম্বরে থেকে সাফ খেলতে গিয়েছিল দলটা। সে জয়ের পর ১৩২ নম্বরে উঠে আসে বাংলাদেশ।
সাফ চলাকালেই কোচ পিটার বাটলারের সঙ্গে বিদ্রোহ করে বসেছিলেন সাবিনারা। তা এড়িয়ে শেষমেশ শিরোপাও জেতেন তারা। তবে নতুন বছরে তাদের এ দূরত্ব আবারও সামনে চলে আসে। অনুশীলন বয়কট করেন ১৮ ফুটবলার।
ফলে তাদের ছাড়াই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে গিয়েছিল বাংলাদেশ। দুটি ফিফা প্রীতি ম্যাচে ৩-১ ব্যবধানে হারে বাংলাদেশ। তার প্রভাব পড়েছে নতুন র্যাঙ্কিংয়ে। আজ বৃহস্পতিবার প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে অবনমন হয় দলের। একধাপ পিছিয়ে বাংলাদেশ এখন অবস্থান করছে ১৩৩ নম্বরে।