You have reached your daily news limit

Please log in to continue


জটিল প্রশ্নের উত্তর দেবে গুগল সার্চের নতুন ‘এআই মোড’

গুগল তাদের সার্চ ফিচারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। গত বুধবার কোম্পানিটি ঘোষণা করেছে, তারা নতুন একটি অভিনব এআই টুল নিয়ে এসেছে। যার নাম ‘এআই মোড’। এটি ব্যবহারকারীদের জটিল ও বহুস্তরের প্রশ্নের জন্য উন্নত উত্তর দেবে, যেগুলোর জন্য সাধারণত একাধিক অনুসন্ধানের প্রয়োজন হয়।

এআই মোডে গুগল সার্চের মূল অভিজ্ঞতায় একটি চ্যাটবট যুক্ত হবে, যা বেশ কিছুটা ‘পারপ্লেক্সিটি’ বা ‘চ্যাটজিপিটি সার্চ’-এর মতো কাজ করবে। বর্তমানে এআই মোডটি শুধু ‘গুগল ওয়ান এআই প্রিমিয়াম’ গ্রাহকদের জন্য পরীক্ষামূলকভাবে উপলব্ধ এবং এটি ব্যবহার করার জন্য তাদের গুগল সার্চের ‘ল্যাবস’ সেকশনে গিয়ে ফিচারটি চালু করতে হবে। এটি গুগলের জেমিনি ২.০ মডেলের ওপর ভিত্তি করে চলবে।

গুগলে অনুসন্ধান করার সময় আসলে এআই-ভিত্তিক ফলাফল দেখতে চান অনেক ব্যবহারকারী। তাই এআই মোড নিয়ে এসেছে গুগল। এই মোড চালু থাকলে (এটি সার্চ পেজে বা গুগল অ্যাপে একটি ট্যাব হিসেবে থাকবে, যেমন: ইমেজেস বা নিউজ ট্যাবের মতো) ব্যবহারকারীর প্রশ্নের উত্তর এআই দিয়ে তৈরি হবে। গুগলের সার্চ ইনডেক্সের ওপর ভিত্তি করে তৈরি হবে এসব উত্তর এবং মাঝে মাঝে কিছু সহায়ক লিংক দেখানো হবে। এই ফিচার কিছুটা ‘জেমিনি’ বা অন্য যেকোনো চ্যাটবটের মতো। তবে এটি একটি সার্চ ইঞ্জিনের সঙ্গে যুক্ত। এর ফলে ফিচারটি রিয়েল টাইম তথ্য দেখাতে পারবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন