
নারী দিবসে স্বপ্নদলের সম্মাননা পাচ্ছেন রুমা মোদক
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৫, ১৬:৪২
নাট্যদল ‘স্বপ্নদল’ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এবার সম্মাননা জানাবে নাট্যকার, কথাসাহিত্যিক, অভিনেত্রী ও শিক্ষক রুমা মোদককে। সেই সঙ্গে মঞ্চায়ন করবে কাব্যনাট্য ‘চিত্রাঙ্গদা’।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে এ অনুষ্ঠান হবে।
‘নারীজন্ম ধন্য হোক আপনভাগ্য গড়ার অধিকারে’- প্রতিপাদ্য নিয়ে এই আয়োজন সাজানো হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বপ্নদল।
আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ হলেও একদিন আগেই আয়োজনটি করার কারণ ব্যাখ্যা করে স্বপ্নদল বলেছে, ওই দিন মিলনায়তন বরাদ্দ না পাওয়ায় এ বছর একদিন আগে দিবসটি পালন করছে তারা।
বিশ্বের সকল নারীকে সম্মান জানাতে ২০১২ সাল থেকে নিয়মিতভাবে আন্তর্জাতিক নারী দিবস পালন করে আসছে নাট্যদলটি।