
সৌদিতে জামালদের প্রথম অনুশীলন সন্ধ্যায়
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৫, ১৬:৩৪
প্রায় দুই সপ্তাহ কন্ডিশনিং ক্যাম্প করতে সৌদি আরব গেছে জাতীয় ফুটবল দল। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নেবে সৌদির তায়েফ শহরে।
ক্যাম্পে ডাক পাওয়া ৩০ ফুটবলারের মধ্যে ২৮ জনের যাওয়ার কথা ছিল সৌদি আরব। তবে ক্যাবরেরাকে যেতে হয়েছে ২৭ জন নিয়ে। ডিফেন্ডার রহমত মিয়া ভিসা জটিলতার কারণে বুধবার যেতে পারেননি, তিনি বিমানবন্দর থেকে হোটেলে ফিরে আসেন। আজ বৃহস্পতিবার আরেকটি ফ্লাইটে যাচ্ছেন তিনি।
ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে প্রথমে সৌদির জেদ্দার যায় জাতীয় ফুটবল দল। সেখান থেকে সড়ক পথে বৃহস্পতিবার ভোরে তায়েফ শহরে পৌঁছেছে বাংলাদেশ দল।
বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদিতে প্রথয অনুশীলন সেশন করবেন জামাল ভূঁইয়ারা। তায়েফ থেকে দলের ম্যানেজার আমএর খান জাগো নিউজকে জানিয়েছেন, সন্ধ্যা ৬টায় দল অনুশীলনে নামবে।
- ট্যাগ:
- খেলা
- বাছাই পর্ব
- এএফসি এশিয়ান কাপ