
ইলেকট্রিক গাড়ি বিক্রিতে আমেরিকাকে পেছনে ফেলল চীন
ইলেকট্রিক গাড়ি উৎপাদনে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে চীন। বর্তমান বিশ্বের চীনা বাজারে তাদের একাধিক কোম্পানি জনপ্রিয় হয়ে উঠেছে। এর মধ্যে বি ওয়াই ডি অন্যতম, যা বর্তমানে ভারতের বাজারেও জায়গা করে নিয়েছে।
এছাড়া স্মার্টফোন কোম্পানি শাওমি তাদের ইলেকট্রিক গাড়ি বাজারে নিয়ে এসেছে। পাশাপাশি চীনা বাজারে টেসলাকেও পেছনে ফেলেছে।
সম্প্রতি একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে যত ইলেকট্রিক গাড়ি বিক্রি হয়, তার ৭৬ শতাংশ আসে চীন থেকে।
আরএইচও মোশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির বাজারে চীনের অবদান ৭৬ শতাংশ। এই পরিসংখ্যান প্রমাণ করে যে, ইলেকট্রিক গাড়ির বাজারে চীনের অগ্রগতি কতটা সফলতা পাচ্ছে এবং বিশ্বব্যাপী গাড়ির বাজারে চীন আধিপত্য বিস্তার করতে পেরেছে।
ইউরোপে চীনের ইলেকট্রিক গাড়ির বাজারের শেয়ার, দেশভেদে আলাদা। ইউরোপের সবচেয়ে বড় গাড়ির বাজার জার্মানিতে গত বছর বিক্রি হওয়া ৫,৭৮,০০০ ইলেকট্রিক গাড়ির প্রায় ৪% ছিল চীনের। যুক্তরাজ্য ও ফ্রান্সে এই সংখ্যা কিছুটা বেশি, পর্যায়ক্রমে ৭% এবং ৫%। অন্যান্য ইউরোপীয় দেশগুলিতে এই শেয়ার ৩% থেকে ৮% পর্যন্ত।
- ট্যাগ:
- প্রযুক্তি
- গাড়ি বিক্রি
- ইলেকট্রিক গাড়ি