
ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইউরোপের বিপজ্জনক টানাপোড়েন
ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের অবস্থান বদলে যাওয়ার ফলে ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপীয় মিত্রদের মধ্যে নতুন উদ্বেগ দেখা দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পকে শান্তি আলোচনার আহ্বান জানিয়ে চিঠি দিলেও যুক্তরাষ্ট্র তার প্রতি কঠোর নীতি বজায় রেখেছে।
গত ৪ মার্চ জেলেনস্কি ট্রাম্পের উদ্দেশে এক চিঠিতে লেখেন, ‘ইউক্রেন যত দ্রুত সম্ভব আলোচনার টেবিলে বসতে প্রস্তুত। আমার দল ও আমি প্রেসিডেন্ট ট্রাম্পের দৃঢ় নেতৃত্বের অধীনে টেকসই শান্তি আনতে কাজ করতে রাজি।’ কিন্তু এই চিঠির পরও ট্রাম্প প্রশাসন ইউক্রেনের জন্য অস্ত্র সরবরাহ ফের চালু করেনি, বরং আরও কঠোর অবস্থান নিয়েছে।
৫ মার্চ থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক গোয়েন্দা সহায়তা বন্ধ করে দেয়, যা যুদ্ধক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলেছে। একজন ইউক্রেনীয় সামরিক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ট্রাম্প যদি ধন্যবাদ চান, তবে আমরা তা মৃত ইউক্রেনীয় সৈনিকদের কবরের ওপর লিখবো।’