
জেনেভায় তুর্ক: জুলাই অভ্যুত্থানে সংঘবদ্ধ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে
বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে সংঘবদ্ধভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টের বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ওপর জাতিসংঘের মানবাধিকার তথ্য অনুসন্ধান প্রতিবেদনটি জেনেভায় উপস্থাপন করা হয়েছে।
বাংলাদেশ সময় বুধবার (৫ মার্চ) সন্ধ্যা ৬টার পর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক ওই প্রতিবেদন উপস্থাপন করেন। সেখানেই জুলাই অভ্যুত্থানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো উঠে আসে।
অনুষ্ঠানটি জেনেভা থেকে সংস্থাটির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। ভলকার তুর্ক বলেন, আমরা বিশ্বাস করি যে সাবেক সরকারি কর্মকর্তা, নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সদস্য এবং প্রাক্তন ক্ষমতাসীন দলের সহযোগীরা সংগঠিত ও পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘন করেছেন।
বাংলাদেশে জবাবদিহিতা, ন্যায়বিচার এবং মানবাধিকার সংস্কারের লক্ষ্যে সদস্য রাষ্ট্র এবং নাগরিক সমাজের সঙ্গে অনুসন্ধান এবং সুপারিশ নিয়ে সংলাপের সময় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বলেন, মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।